বাংলাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

285

নিউজ৩৯.নেট ♦ বুধবার সকালে বাজার থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শিলাকোঠা গ্রামের লুতফর রহমান(৪৭)। তিনি বাংলাবাজারের সবজির ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানায়, প্রতিদিন সকালের মতো বুধবার বাজার থেকে ফেরার পথে শিলাকোঠার দিকে যাওয়া বাইলাবাজার মোড়ের কাছে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এলাকাবাসী লাশ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিজ হেফাজতে নেয়।

আপনার মতামত দিন