দেশের পিছিয়ে পরা নারী সমাজ এবং কোমলমতী শিশুদের শিক্ষা অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
সোমবার দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী দোহার নবাবগঞ্জের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম এ কথা বলেন।
তিনি উপস্থিত শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশে আরো বলেন দোহার নবাবগঞ্জের আইন শৃঙ্খলার অবস্থা এখন অনেক ভাল। আপনাদের যেকোন সমস্যা আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি থাকবো ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহামেদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, জাতীয় পার্টির নেতা জুয়েল আহামেদ, অধ্যক্ষ মো. সাইদুর রহমান, দোহার নবাবগঞ্জ কলেজের সহকারী অধ্যক্ষ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর চোকদার, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ পান্নু, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন রুমি, নারী নেত্রী রেশমী আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।