বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগীতা করছেঃ সালমা ইসলাম এমপি

379

বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগীতা করছে সব সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাড়াতে হবে। জীবন সংগ্রামে লড়তে হবে। আজ দেখেন সারা বিশ্ব তাকিয়ে আছে রোহিঙ্গা সমস্যায়। তাদের পাশে দাড়িয়ে মানবতার পরিচয় দিন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার দোহারের ৪টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যা দূর্গতদে মাঝে ত্রাণ বিতরণকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

তিনি বলেন, সব দু:খ কষ্ট মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। বন্যা নদী ভাঙন এসব প্রাকৃতিক দুর্যোগ আসবে যাবে। তার মধ্যে আমাদের টিকে থাকতে হবে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সাহসিক পদক্ষেপে যেমন বন্যার সময় মানুষ সহায়তা পেয়েছে। কেউ না খেযে থাকেনি। যাদের ঘরে খাবার নেই সরকার তাদের ব্যবস্থা করবে।  তিনি( প্রধানমন্ত্রী) শুধু দেশ নয়, আজ মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে জোর প্রতিবাদ ও তাদের পাশে দাড়িয়েছে। আসুন মানতার দৃষ্টিতে সকলেই নির্যাতিত মুসলিম নরনারীদের পাশে দাড়াই। কারণ একদিন আমরা স্বাধীনতা যুদ্ধের সময় এমন সংকট পার করেছি। তখন এ দেশের অনেক মানুষ মারা গেছে। অন্য দেশেও আশ্রয় নিয়েছে।  সেই সময়ের কথা ভেবে রোহিঙ্গাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

অন্য খবর  গাঁজায় মগ্ন সন্ন্যাসীরা

সাংসদ সালমা ইসলাম দুপুর ১২টা পর্যন্ত নয়াবাড়ী, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ও দোহার পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় হাজার পরিবারের মাঝে তার প্রচেষ্টায় বিশেষ বরাদ্ধের সরকারী ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন,দোহার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, দোহার পৌর মেয়র আব্দুর রহিম, জাতীয় পার্টি নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন আহমদে শরীফ, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন আজাদ, শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টি নেতা খন্দকার মোয়াজ্জেম হোসেন,খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, মুরাদ মিয়া, ডা. আলাউদ্দিন আল আজাদ, আব্দুল আলীম, ইয়াকুব মাতবর, আফজাল শিকদার, কফিল মেম্বার, আব্দুল গফুর, একেএম আব্দুল হালিম, এমএ মজিদ, লোকমান হোসেন,আব্দুল মতিন, তাজুল ইসলাম, হাজী মনির, যুসংহতির নেতা এসএম মোস্তারীম মিথুন, বোরহান হোসেন, কিরণ খান, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মো. সেলিম, ফয়সাল হোসেন, ছাত্র সমাজের রাজিব খান, জুবায়ের হোসেন, খলিল দেওয়ান, পনির মন্ডল, মনির হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন