বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্য ঘোষণায় নবাবগঞ্জে আনন্দ র‍্যালী

231

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো ঘোষণা করায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‍্যালী করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা ফটক থেকে র‍্যালীটি বের করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যালী কায়কোবাদ চত্বর প্রদক্ষিণ করে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহীম খলিল, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি প্রমুখ।

আপনার মতামত দিন