বইছে ঐক্যের সুবাতাসঃ মাহবুব কে দেখতে গেলেন মান্নান খান

423

দীর্ঘদিন ধরেই তাদের মাঝে দ্বৈরথ। ছিল নেতৃত্বের প্রতিযোগীতা। ছিল অভিযোগ, পাল্টা অভিযোগ । কিন্তু একটি ঐক্যের সুবাতাস যেন বইছে ধীরে ধীরে। দোহার উপজেলা আওয়ামীলীগে যেন ধীরে ধীরে ঐক্যের দিকে ধাবিত হচ্ছে। যদিও এই ব্যাপারে রয়েছে দ্বিমত। এই ঐক্য প্রক্রিয়া শুরু নির্মল রঞ্জন গুহের মাধ্যমে। দোহারে স্বেচ্ছাসেবকলীগের ২ নেতার মৃত্যুর স্মরণসভায় উপস্থিত হন আওয়ামীলীগের প্রায় সকল নেতৃবৃন্দ।

এদিকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুল মান্নান খান দেখতে যান মাহবুবুর রহমানকে। যা বিস্মিত করেছে !

এরপূর্বে স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ অসুস্থ হয়ে বারডেমে ভর্তি হলে তাকে দেখতে যান এডভোকেট আব্দুল মান্নান খান ও মাহবুবুর রহমান।

রাজনৈতিক বিশ্লেষকদের মত,  রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী নির্বাচনে আওয়ামীলীগের এই ঐক্য ধরে রাখতে হবে, সেক্ষেত্রে পালটে যেতে পারে প্রার্থীতাও।

আপনার মতামত দিন