ফুলতলা ফাঁড়ি উদ্ভোধন করতে কাল দোহার আসছে স্বরাষ্ট্রমন্ত্রী

1034

দোহার থানা পুলিশের অধিনে থাকা ফুলতলা ফাঁড়ির নতুন উদ্ভোধন করতে কাল দোহার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল সাড়ে দশটায় তিনি এই নতুন ফাঁড়ি উদ্ভোধন করবেন বলে জানিয়েছে দোহার থানা।

দোহারের শাইনপুকুরের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০১৪ সালের নির্বাচনের পর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান আসাদুজ্জামান খান কামাল। সেই সময় থেকেই দোহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে সব সময় তার নজরেই ছিল দোহার থানা। সেই পরিপ্রেক্ষিতে দোহারের ফুলতলায় স্থাপন হচ্ছে ফুলতলা ফাঁড়ির ভবন। এই ফাঁড়ি এই অঞ্চলের মাদক নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা রাখবে বলে আশা করছেন দোহারের মুকসুদপুর অঞ্চলের বাসিন্দারা।

আপনার মতামত দিন