নবাবগঞ্জে সাহেব আলী হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

329

আসিফ শেখ, নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখন্ড গ্রামের বালু ব্যাবসায়ী সাহেব আলী হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

১২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার উত্তর বালুখন্ড বাস স্ট্যান্ডের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আটকাহনিয়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। প্রদিক্ষণ শেষে একই যায়গায় ফিরে এসে মানববন্ধন করে। এ সময় নিহতের আত্মীয় স্বজন ছাড়াও স্থানীয় শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, হত্যাকারীরা আমার ভাইকে নির্মমভাবে হাত-পা কেটে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় মামলা হলে ১জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিরা পলাতক রয়েছে।

গত ২৭ জানুয়ারি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সাহেব আলী। ১৪ দিন পর গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার মহেশদিয়া এলাকার একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আপনার মতামত দিন