একক প্রার্থীর খোজে দোহার বিএনপি: চলছে সমঝোতার চেষ্টা

305

আসন্ন দোহার উপজেলা নির্বাচনে চরম সংকটে পড়েছে দোহার উপজেলা বিএনপি। প্রতিপক্ষ আওয়ামীলীগ কাউন্সিলের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করলেও এখনো কোন প্রার্থী এককভাবে চূড়ান্ত করতে পারেনি উপজেলা বিএনপি। ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নাজমুল হুদার কনিষ্ঠ ভাই কামরুল হুদা ও  জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং দোহার থানা বিএনপি’র সমন্বয়ক সালাহউদ্দীন মোল্লা উভয়েই লড়ছেন উপজেলা চেয়ারম্যান পদে। বিষয়টি নিয়ে সমাধান করার জন্য দু’পক্ষই সমঝোতার চেষ্টার করছে দলীয়ভাবে একক প্রার্থী দিতে।

এ ব্যাপারে বিএনপি’র একটি দায়িত্বশীল সূত্র নাম না প্রকাশ করার শর্তে নিউজ৩৯কে জানিয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশ রয়েছে দলীয়ভাবে একক প্রার্থী দিতে ও তার পক্ষে নির্বাচন করতে। এরই ধারাবাহিকতায় ১লা ফেব্রুয়ারী শুক্রবার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপি’র প্রভাবশালী নেতা মীর্জা আব্বাসের বাসায় বৈঠকের কথা রয়েছে। সেখানে সমঝোতার মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করা হবে একটী দলীয় প্যানেল দিতে। আর এই বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষই কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন।

উল্লেখ্য গত মঙ্গলবার ( ২৮শে জানুয়ারী) দোহার পৌরসভা মেয়র আব্দুর রহিম মিয়ার বাড়ীতে সন্ধ্যার দিকে বৈঠক করে উভয় পক্ষ। এতে দীর্ঘদিন পরে দেখা হয় নাজমুল হুদা ও অন্যান্য নেতা কর্মিদের। সেখানে উপস্থিত ছিলেন ব্যাঃ নাজমুল হুদা, কামরুল হুদা, পৌরসভা মেয়র আব্দুর রহিম মিয়া,সুতারপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, দোহার উপজেলা বি এন পি সভাপতি সাহাবুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলমগীর ব্যাপারী, সাঙ্গগাঠনিক সম্পাদক ডালু খন্দকার, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুলুসহ শীর্ষ স্থানীয় প্রায় সকল নেতা।   সভায় রাগ অভিমান ও দোষারোপ সবই হয়। শুধু হয়নি সমঝোতা। তাই উভয়পক্ষ আবারো সমঝোতার জন্য বসছে কেন্দ্রীয় নেতা মীর্জা আব্বাসের বাসায়।

আপনার মতামত দিন