প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি উপস্থাপন

11
প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি উপস্থাপন

বিভিন্ন দেশে বসবাস করা দেড় কোটি বাংলাদেশি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজন। অনলাইন ভোটিং পদ্ধতির মাধ্যমে এটি করা সম্ভব বলে তাঁরা কারিগরি একটি ব্যবস্থাও তুলে ধরেন। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক আলোচনা সভায় এ পদ্ধতি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেড় কোটি প্রবাসীকে ভোটাধিকার বঞ্চিত করে একটি দেশ এগোতে পারে না। তাই দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস (জিবিএএইচআর) এ সেমিনারের আয়োজন করে। জিবিএএইচআরের আহ্বায়ক শামসুল আলম লিটনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘প্রবাসীদের অনেক প্রত্যাশার মধ্যে একটি হলো ভোটাধিকার। দুর্ভাগ্যক্রমে আমরা এই কাজগুলো অনেক দিন নিজের মতো করে করতে পারিনি। এখন পরিবেশ অনুকূলে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’

অন্য খবর  আরব আমিরাতে স্মার্টকার্ড পাচ্ছেন প্রবাসীরা

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাংবাদিক শফিক রেহমান বলেন, ‘দূতাবাসগুলো এই দেশে কী করে, সেগুলো প্রকাশ করেন। তারা গোয়েন্দাগিরি করে কার ওপরে? তারা কি তাদের সরকারের ওপর গোয়েন্দাগিরি করে? তা নয়। তারা গোয়েন্দাগিরি করে আমার-আপনার ওপর।’

ডেটা প্রকৌশলী রূপম রাজ্জাক অনলাইন এনরোলমেন্ট, কিয়স্ক বেজড ভেরিফিকেশন, কনস্টিটুয়েন্ট অ্যাসাইনমেন্ট, অনলাইন ভোটিং, ফিজিক্যাল প্রক্রিয়ায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ব্যাখ্যা করেন।

অনলাইন ভোটিং পদ্ধতির নিরাপত্তার বিষয়ে কথা বলেন ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ প্রকৌশলী আরিফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের ভোটিং পদ্ধতিটার নাম সিকিউর অনলাইন ভোটিং মেথড (এসওভিএম)।’

সেমিনারে মাল্টিফ্যাক্টর ভোটার ভেরিফিকেশন, এন্ড টু এন্ড এনক্রিপটেড, ব্লকচেইন ব্যাকড ভোট লেজার মাল্টিলিঙ্গুয়াল প্রসেস, ক্লাউড সিস্টেমের সিকিউরিটি মাল্টি রিজিয়ন ডেপলয়মেন্ট ফর হাই এভেইলেভিলিটি, রোলস বেজড এক্সেস কন্ট্রোল, ডেটা এনক্রিপশনের ওপর একটি স্লাইড উপস্থাপন করা হয়।

আপনার মতামত দিন