দোহারের প্রথম করোনামুক্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

278
প্রথম করোনামুক্ত ব্যক্তিকে শুভেচ্ছা

ঢাকার দোহার উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ২৪মে সকালে উপজেলা প্রাঙ্গণে সুস্থ হয়ে বাড়ি ফেরা ব্যক্তিকে সংবর্ধনা দেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার(ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।

উল্লেখ্য গত ২০ এপ্রিল দোহারে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইদ্রিস আলী নামে এক ব্যক্তি। তাকে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। গত ১০ মে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সুস্থ হওয়ার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। আজ ২৪ মে মঙ্গলবার সকালে হোম কোয়ারেন্টিন শেষ হলে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধণা দেওয়া হয়। এ সময় দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা উপহার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবা বলেন, করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা দোহার বাসীর জন্য বড় সুখবর। জনাব জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দোহারের প্রতিটি করোনা আক্রান্ত ব্যক্তি এভাবে সুস্থ হয়ে যাবে বলে প্রত্যাশা রাখি।

অন্য খবর  বাহ্রা-অরঙ্গাবাদ বাঁধে ২১৭ দশমিক ৬২ কোটি টাকার প্রকল্প

এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

আপনার মতামত দিন