ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু

316

রাতুল ইসলাম ♦

ঈদের দিন পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। দোহার থানার চর-লটাখোলা গ্রামের মো: হামেদ এর সাত বছরের ছেলে হামিম পানিতে ডুবে মারা যায়। তার দাদার নাম বাদশা মাদবর।

ঈদের দিন সকাল বেলা ছেলেটিকে নিয়ে তার খালা পশের এক নদীতে  গোসল করতে যায় এবং গোসল শেষে ছেলেটির খালা ভুলে ছেলেটি কে রেখে বাসায় চলে আসে। পরে ছেলেটি অন্য ছেলেদের গোসল করতে দেখে পানিতে নেমে যায় এবং ডুবে মারা যায়। কিন্তু ছেলেটির খালা বাসায় যাওয়ার অনেক পরে ছেলেটির কথা মনে পরে, সাথে সাথে দৌড়ে আসলে দেখতে পায় পাশের এক মাছ ধরা বাধে ছেলেটি ভেশে আছে ।

ঈদের দিন যখন ছেলেটির আনন্দ করার কথা, সেখানে ছেলেটি কে নিয়ে কান্নায় ভেঙ্গে পরে পুরো পরিবার। ঈদ যেন তাদের কাছে শোকের বার্তা নিয়ে এসেছে। পুরো গ্রামই শোকে ঈদকে বরণ করেছে।

আপনার মতামত দিন