পানিতে ডুবে দোহারে দ্বিতীয় শ্রেণির শিশুর মৃত্যু

238

ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের হাজারবিঘা এলাকায় পদ্মায় গোসলে গিয়ে পানিতে ডুবে মো. রুবেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল লটাখোলা এলাকার মো. বাবুলের ছেলে এবং স্থানীয় তা’লীমুল কুরআন মাদরাসার ২য় শ্রেণীর ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিলাসপুরে মামার বাড়ি বেড়াতে যায় রুবেল। পরদিন সকাল ১০ টার দিকে পদ্মা নদীতে গোসলে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় ঘাটের পারে থাকা অনেকে রুবেলের ডুবে যাওয়া দেখে তাকে বাচাতে পানিতে ঝাপ দেয়। প্রায় আধঘন্টা চেষ্টার পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেলের মা কান্নাজরিত কণ্ঠে বলেন,আমার বাজানকে বলছিলাম বাড়িতে আসতে। আমাকে বললো আমি আরেকটু খেলাধুলা করেই আসবো। আমার বাজান কখন যে পদ্মায় গেলো দেখতে পারলাম না। আর এরপরি লাশ হয়ে বাড়ি ফিরলো।

হাসপাতাল থেকে রুবেলের লাশ লটাখোলা তার নিজ বাড়িতে নিয়ে আসলে সেখানে তার পরিবারের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। বিকেলে জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

আপনার মতামত দিন