পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা; নিহতের সংখ্যা বেড়ে ৪৪

14
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা; নিহতের সংখ্যা বেড়ে ৪৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। রোববার (৩০ জুলাই) বিকেলের ওই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। খবর জিও নিউজের।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসারত আহতদের অনেকের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি।

বিবৃতিতে তিনি আরও জানান, আফগানিস্তান সীমান্তবর্তী শহর খারে চলছিল একটি রাজনৈতিক সমাবেশ। জমিয়ত-উলেমা-ইসলাম-ফজলের প্রায় ৪০০ জন জড়ো হয়েছিলেন সেখানে। ওই সমাবেশেই বোমা হামলা চালানো হয়।

বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান, এ হামলায় পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। তিনি ছিলেন জমিয়ত উলামায়ে-ইসলাম-ফজলের গুরুত্বপূর্ণ নেতা।

 

আপনার মতামত দিন