নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

329

আসিফ শেখ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মো. রাহিম (২২) নামে এক যুবক ৮ মে বুধবার বিষপাণ করে আত্মহত্যার চেষ্টা করে। মো. রাহিম এ বছর দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মে বুধবার উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শেখ সমশের আলীর ছোট ছেলে মো. রাহিম বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে। বড় ভাই রহিমের কলহের জের ধরে তাদের মধ্য ঝগড়া হয়। ঝগড়া শেষে এক সময় মো. রাহিম টয়লেটে গিয়ে হারপিক খায় তার এই হারিপিক খাওয়ার দৃশ্য তার বড় ভাই রহিম দেখে এবং খুব শীঘ্রই তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা দেওয়ার পর রাহিম সুস্থ্য হয়।

এ বিষয়ে রাহিমের বড় ভাই রহিমকে জিজ্ঞাসা করা হয় কেন তার সাথে ঝগড়া হয়? রহিম জানায় রাহিম পড়া লেখা ঠিকমত করে না তাই তাকে একটু বকাঝকা করা হয়।  রহিমের কাছে সত্য ঘটনা কি জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যায়।

আপনার মতামত দিন