পরীক্ষাগারে বেড়েছে ডেঙ্গু সন্দেহে রোগীর চাপ, আতঙ্কিত না হওয়ার নির্দেশনা

19
পরীক্ষাগারে বেড়েছে ডেঙ্গু সন্দেহে রোগীর চাপ, আতঙ্কিত না হওয়ার নির্দেশনা

সরকারি মুগদা হাসপাতাল, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী হাসপাতালের একেকটিতে দিনে গড়ে ৮শ’ ডেঙ্গু পরীক্ষা হয়। তবে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান বলেন, এখানে ভর্তি হচ্ছে কম। কিন্তু ডেঙ্গু টেস্ট বেড়ে গেছে পাঁচগুণ। ইনডোরে যারা আছে তাদের যেমন পরীক্ষা করতে হচ্ছে, তেমনি আউটডোরে যারই ডেঙ্গু সন্দেহ করা হয় তারই পরীক্ষা করা হচ্ছে। আমাদের কিছু রুটিন রোগীও আছে যাদের অপারেশন হবে। অপারেশনের প্রস্তুতি হিসেবে কিছু পরীক্ষা করাতে হয়। আগে থেকেই তরল খাবার খাওয়ানো হলে মৃত্যু ঝুঁকি এবং জটিলতার ঝুঁকি- দুটোই কম থাকে।

কেবল হাসপাতালে ভর্তি রোগীর তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরে। সে হিসাবে, এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার। মৃত্যুর সংখ্যা প্রায় আড়াইশো।

 

আপনার মতামত দিন