এসএসসিতে ফেল করায় নবাবগঞ্জে পরিক্ষার্থীর আত্মহত্যা

377

ঢাকার নবাবগঞ্জ উপজেলার সিংহড়া গ্রামে মুক্তা ঢালী নামে (১৭) এক শিক্ষার্থী মঙ্গলবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মুক্তা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালী গ্রামের শান্তি ঢালীর মেয়ে।

মামা মলয় বেপারীর বাড়ি বেড়াতে এসে সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর মুক্তা জানতে পারেন যে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তিনি।এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নবাবগঞ্জ থানার এএসআই ফিরুজ নিউজ৩৯কে জানান, অন্য কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ তার মামা মলয় বেপারীর কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মামা মলয় বেপারী বলেন, ‘মুক্তা সোমবার পরীক্ষার ফলাফল পেয়ে ফেল করেছে জেনে মন খারাপ করে ছিল। মঙ্গলবার সকালে সবার অজান্তে সে আত্মহত্যা করে।’

আপনার মতামত দিন