ধোয়াইর বাজারের কাছে পদ্মা থেকে শিশুর লাশ উদ্ধার

184

দোহার উপজেলার বাহ্রার ধোয়াইর বাজার এলাকার পদ্মা নদী থেকে একটি মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নদীর পারে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের কোনো পরিচয় জানা যায়নি।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আরিচার পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় লাশটি ভেসে আসতে পারে।

আপনার মতামত দিন