দোহারে ঘুরতে এসে পদ্মায় নিখোঁজ মিঠুন

359

দোহারে বন্ধুর নানা বাড়ীতে ঘুরতে এসে পদ্মায় ডুবে মারা গেলো মাহাদি হাসান মিঠুন। জানা যায়, ঢাকা সিটি কলেজের ১০ বন্ধুকে নিজের বাড়ীতে আমন্ত্রণ জানায় দোহার উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের সিটি কলেজ পড়ুয়া বন্ধু।

ঘুরতে এসে সবাই নারিশা ডাকবাংলো সংলগ্ন আম্বুর দোকানের উলটো পাশের মাঠে ফুটবল খেলার পর পদ্মায় গোসলে নামে, তখন বিকাল ৩টায়।সেখানে তীব্র স্রোতে মিঠুনসহ আরেক বন্ধু ভেসে যায়। নদীতে চলমান একটি ট্রলার মিঠুনের বন্ধুকে উদ্ধার করতে পারলেও ভেসে যায় মিঠুন। দোহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক খোজাখুজির পরও তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।

নিহত মিঠুনের গ্রামের বাড়ী বরগুনা জেলায়। সে বাবা মায়ের ছোট সন্তান, বয়স ১৭। পড়ালেখা- বাণিজ্য বিভাগ, ২য় বর্ষ,ঢাকা সিটি কলেজ। তারা ঢাকার বংশালের মহটুলীর ৬২/৬৪ বাসায় থাকতো।

আপনার মতামত দিন