ফুটপাতে জমে উঠেছে ঈদের বাজার

294

মোরাদ ঈদকে সামনে রেখে দোহারের অভিজাত শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। প্রধানত উচ্চ বিত্তদের প্রধান পছন্দ এই বিপনীবিতান গুলো দরিদ্রদের ধরা ছোয়ার বাইরে। আর তাই দরিদ্রদের ঈদের বাজার হয়ে পড়েছে ফুটপাথ নির্ভর। আর তাদের জন্য এবারের ঈদে দোহার উপজেলা মার্কেটের সামনে অস্থায়ী ভাবে গড়ে উঠেছে জামা-কাপড়ের দোকান। এখানে অত্যন্ত কম মুল্য বিক্রি করা হচ্ছে ঈদের জামা-কাপড়। ঈদকে সামনে রেখে দশ রোজা থেকে এই ফুটপাথে বিক্রি শুরু হয়। এ জন্য উপজেলা থেকে অনুমতি নেয়া হয়েছে বলে ফুটপাথের এক দোকানদার জানান। এই স্থানে দোকানের জন্য তারা কোন চাঁদাবাজির শিকার হচ্ছে না বলে তিনি জানান। আর স্থানটা নিয়মিত ঝাড়ু দেবার জন্য ঝাড়ুদার কে প্রতিদিন  ৫০টাকা ও পাহাড়াদারকে ৫০ টাকা দিতে হয়।

আপনার মতামত দিন