নয়নশ্রীর পুনঃনিবার্চন শামীম দেওয়ান নির্বাচিত

865

ঢাকা নবাবগঞ্জে নয়নশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে পুনঃনির্বাচনে শামীম দেওয়ান নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী আছিয়া সিকদার এতিমখানা ও মাদ্রাসা কেন্দ্রে এ ভোট গ্রহণ করা হয়।

এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে শামীমকে নির্বাচিত ঘোষণা করা হয়। টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে মো. কামাল সিকদার পেয়েছেন ৩৪৩ ভোট। প্রিজাইডিং অফিসার সায়্যেদুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৭ মে নির্বাচনে এ দু’জন ৩৮৪ করে সমান ভোট পান। পরে নির্বাচন কমিশনার ৩১ অক্টোবর পুননির্বাচনের সিদ্ধান্ত নেন। ওই কেন্দ্রে ২০০৫ ভোট রয়েছে।

আপনার মতামত দিন