নয়নশ্রীতে চার বাড়িতে ডাকাতি

325

আসিফ শেখ♦  নবাবগঞ্জ উপজেলায় একরাতে ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা আহম্মদ খান (৪৫) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে আহত করে। আহত আহম্মদ খান উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় তাশুল্যা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে ১টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বড় তাশুল্যা গ্রামের আহম্মদ খানের বসত বাড়িতে হানা দেয়। এসময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেট ছিনিয়ে নেয়। এসময় আহম্মদ খান বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে ডাকাতদল পাশ্ববর্তী ভাওয়াডুবি গ্রামের শফিক, সাহেব আলী ও জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এতে ডাকাতরা প্রায় আড়াই লাখ টাকা মালামাল লুট করে নিয়ে যায় বলে পরিবার গুলোর দাবী। আহত আহম্মদ খানকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, এটা ডাকাতী নয়। এলাকার সংঘবদ্ধ মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন