নৌকা ডুবির ঘটনায় আতাউর রহমান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

96

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে নৌকা ডুবির ঘটনায় আতাউর রহমান (৪৩) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সয়াগোলা সাতনাইল গ্রামের সবুর আলী মন্ডলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জয়পাড়া বাজারের বড়মাঠ খেয়াঘাটে গতকাল বৃহস্পতিবার (১৩জুন) দুপুরে নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন আতাউর। পরে আজ শুক্রবার বিকেলে জয়পাড়া আঙ্গিনা ঘাটে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দোহার থানার (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের পরিবাররের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন