নেত্রকোণায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ শ্রমিকের মৃত্যু

14
নেত্রকোণায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ শ্রমিকের মৃত্যু

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার নিশ্চন্তপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামের আবু বকরের ছেরে হৃদয় মিয়া (২২), একই গ্রামের রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, কলমাকান্দাগামী ইট বোঝাই একটি ট্রাক নিশ্চিন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ইটের নীচে চাপা পড়ে ট্রাকের শ্রমিক হৃদয় মিয়া (২২) ও ইমন মিয়া (২০) ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নীচ থেকে দুপুর ১২টার দিকে দুই জনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আপনার মতামত দিন