নির্মল রঞ্জন গুহের স্মরণে দোহারে শীত বস্ত্র বিতরণ

104

ঢাকার দোহারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহের স্মরণে অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

১২ নভেম্বর(রবিবার) দুপুরে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের বাস্তা গ্রামে তার নিজ বাড়িতে প্রায় ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় নির্মল রঞ্জন গুহের সহধর্মিণী নন্দীনি গুহ আলো বলেন, আপনারা সকলে নির্মল রঞ্জন গুহের জন্য দোয়া করবেন। তিনি যেমন সাধারণ মানুষের পাশে ছিলেন, আমরাও যেন পরিবার হিসেবে আপনাদের পাশে থাকতে পারি। তার অসমাপ্ত কাজগুলো করতে পারি।

তিনি বলেন, বন্যার সময়, করোনা মহামারির সময় ও শীত এলে গরীর অসহায় পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখন আমরা সেই ধারাবাহিক কাজগুলো করতে চাই।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান বেপারী, সহ সভাপতি শফিকুল তালুকদার, উপজেলা ছাএলীগ এর সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর কামাল, আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: আরিফসহ আরো অনেকে।

আপনার মতামত দিন