নিজ অর্থায়নে বাশের সাঁকো

687
নিজ অর্থায়নে বাশের সাঁকো

শোল্লা ইউজনের চন্দ্রখোলা ব্রীজ নির্মানে ধীরগতি হওয়ার কারনে সৃষ্ট জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে বাশের সাকো নির্মান করে দিলেন শোল্লা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান দেওয়ান তুহিন।

৩ আগষ্ট বুধবার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নর চন্দ্রখোলা ব্রিজ নির্মানে ধীরো গতি হওয়ায় বাইপাস রাস্তার উপড় নিজ খরচে বিকল্প সাঁকো তৈরী করে দিলেন শোল্লা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তুহিন।

সাঁকোটির উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শাকিল আহাম্মেদ। এসময় শাকিল আহাম্মেদ চেয়ারম্যান দেওয়ান তুহিনের ভূয়সী প্রশংসা করে বলেন এই ধরনের উদ্যোগ সত্যই সন্দেহাতিতভাবে প্রশংসনীয়। তিনি আরো বলেন সাড়া দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিতদের পাশে থাকার যে ডাক দিয়েছেন ঠিক সেই মুহুর্তে চেয়ারম্যান তুহিনের এই কাজ সত্য প্রশংসনীয়।

এসময় শোল্লা ইউনিয়নের আওয়ামী লীগ সহ সকল অংগ সংগঠনের নেতাকর্মিরা এবং উৎসাহী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন