নাসিরনগরে হামলার প্রতিবাদে দোহারে মানববন্ধন

661
নাসিরনগরে হামলার প্রতিবাদে দোহারে মানববন্ধন

ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের প্রতিবাদে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দোহার উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া রতন স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কান্তি দে রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, সহসভাপতি আশুতোষ সাহা, রূপচান বিশ্বাস, মাখন বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অমিতাভ অপু, তারক ভট্টাচার্য, নিতাই দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি রিপন রাজবংশী, সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার, সহসভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক চন্দন মোদক, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বাড়ৈ, ছাত্র যুব ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি মিহির দাস, সাধারণ সম্পাদক সাগর সূত্রধর প্রমুখ।

আপনার মতামত দিন