নারী দিবসে শামীমা রাহিম শীলার শুভেচ্ছা

195
শামীমা রাহিম শীলা

বিশ্ব নারী দিবস উপলক্ষে দোহার উপজেলার সকল নারী ও জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। দেশ ও জাতি গঠনে নারীদের অবদানকে স্মরন করে তিনি এই শুভেচ্ছা জানান।

বিশ্ব নারী দিবস উপলক্ষে দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা বলেন, সৃষ্টির শুরু থেকেই নারীরা পুরুষের সাথে হাতে হাত রেখে এই পৃথিবী গঠন করেছে। এই দেশ মাতৃত্বকা স্বাধীন করতে নারীদের দিতে হয়েছে নিজেদের সর্বোচ্চ ত্যাগ। বাংলাদেশের ইতিহাস যেমন সমৃদ্ধ হয়েছে বেগম রোকেয়া, সুফিয়া কামালদের হাত ধরে তেমনি দেশ মাতৃকার জন্য জীবন বাজী ধরে যুদ্ধে গিয়েছিলেন সিতারা বেগম ও তারামন বিবিরা।

তিনি নারী দিবস উপলক্ষে দোহারের সকল কর্মজীবি ও গৃহিনী নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আপনার মতামত দিন