নারিশায় হেরোইনসহ যুবক আটক

455
পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরঙ্গ দিয়ে পালাল মাদকব্যবসায়ীরা

দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকা থেকে মঙ্গলবার রাতে মো. আশিক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করেছে ফুলতলা তদন্ত কেন্দ্রের এসআই শংকরের নেতৃত্বে পুলিশের একটি দল। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম (পিপিএম) বলেন, আশিক নারিশা এলাকার একজন মাদক ব্যবসায়ী। ওর বিরুদ্ধে এলাকার অনেক অভিযোগ আছে। আটককৃত আশিক সাতভিটা এলাকার আব্দুস সালামের ছেলে।

আপনার মতামত দিন