শেষ না করেও শেষ বলে পায়তারা ঠিকাদারের

458
শেষ না করেও শেষ বলে পায়েতারা করছে ঠিকাদার

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামের আমিনউদ্দিন মৃধা কমিউনিটি ক্লিনিকের পাশে সরকারী খালের উপর ৪০ ফুট ব্রীজ নির্মান কাজ শেষ না করেও শেষ বলে পায়তারা করছে ঠিকাদার। উক্ত ব্রীজ তৈরির ঠিকাদার মঞ্জুরুল হক কিরণ মৃধা কাজ শেষ না করেই কাজ বন্ধ করে দিয়েছেন। এই ব্রীজের সংযোগ সড়ক পিচ ঢালাই না করেই ব্রিজের কাজ শেষ করায় জনগন ভোঁগান্তির শিকার হচ্ছে।

ব্রিজের কাজ শেষ না হওয়ার ফলে ঘারমোড়া গ্রামের সড়ক ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়ছে। এই রাস্তার  কারনে রিক্সা ও অটো একটু এদিক সেদিক হলেই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা।

স্থানীয় সুত্রে জানা যায়, ইজারাদার জনাব মঞ্জুরুল হক কিরণ মৃধা তার কাজের সুবিধার্থে তার ক্ষমতার জোর দেখিয়ে তার নিমার্নাধীন ব্রীজের পাশের পাকা রাস্তা থেকে মাটি কেটে এনে তার ব্রীজে ফেলে ব্যবহার করাচ্ছে। যার কারনে ব্রীজ এর কাজ সম্পূর্ণ না করেও শেষ বলছে।

সাম্প্রতিক কালে ব্রীজ এবং পাকা রাস্তা উভয়টি ক্ষতির মধ্য ব্যবহার অনুপযোগী। যার ফলে ঐ এলাকাবাসী ও সাধারণ মানুষ ভোঁগান্তি অরমে পৌছেছে।

আপনার মতামত দিন