নারিশায় পদ্মা নদীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

204

ঢাকার দোহারের নারিশায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ইমাম হোসেন নামে (১৪) এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর একটার দিকে নারিশার মধুরচর পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। ইমাম ঢাকার গেন্ডারিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং গেন্ডারিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম হোসেন বৃহস্পতিবার ঢাকার গেন্ডারিয়া থেকে দোহারের মধুরচরে নানা খলিল কাজীর বাড়িতে বেড়াতে আসে।  শুক্রবার দুপুর একটার দিকে মধুরচর পদ্মা নদীতে গোসল করতে নামে। নিমিষেই পানিতে তলিয়ে যায় ইমাম। দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন উদ্ধার কর্মী বা স্থানীয়দের তৎপরতা লক্ষ্য করা যায়নি।

আপনার মতামত দিন