নবাবগঞ্জে নাইট গার্ডকে নির্যাতন ও হত্যার অভিযোগ

351

নবাবগঞ্জ প্রতিনিধি ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু বাজারের নাইট গার্ডকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় জানা গেছে, গত ২৫ আগস্ট গভীর রাতে জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু বাজারের নাইট গার্ড মোকছেদ(৫০)কে দুস্কৃতকারীরা শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে ব্রাক্ষনখালী ব্রিজ সংলগ্ন স্থানে রেখে যায়। পরে দিন সকাল বেলা স্থানীয় লোকজন ব্রাক্ষনখালী ব্রিজ সংলগ্ন লাশটি দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার পর সুরতহাল করে ময়না তদন্ত শেষে ঢাকা মির্টফোড হাসপাতালে প্রেরণ করে। তবে মোকছেদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।  এঘটনায়  কেউ গ্রেফতার হয়নি।

এব্যাপারে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক সুশংকর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুস্কৃতকারীরা পাহারাদারকে শারীরিকভাবে নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হয়েছে। তবে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন