এই স্লোগানকে সামনে রেখেই প্রতিবারের মত এইবাও নবীন চেতনা ফাউন্ডেশন কিছু দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মুকসুদপুর ইউনিয়নে।
এ সম্পর্কে উক্ত সংগঠনের বর্তমান সভাপতি মাহবুব হোসেন বলেন, আমাদের এই সংগঠনের মুল উদ্দেশ্য হল, অসহায় মানুষকে বুঝানো যে আমরা তরুণ সনাজ তাদের পাশে আছি। সকলের সহযোগিতায় ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি। এছাড়াও আমাদেরকে সব সময়ই দিক-নির্দেশনা ও আর্থিকভাবে সহায়তা করে থাকেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম, এ, হান্নান খান। তিনি আমাদের একজন উপদেষ্টাও বটে। আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ।
এ বিষয়ে নবীন চেতনা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সৈয়দ কনক আমাদেরকে বলেন, মুসলমানদের আত্মসুদ্ধি ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আর এই রমজানের পরেই আসে খুশির ঈদ। ঈদের এই আনন্দকে সকলের সাথে ভাগা ভাগি করে নিতেই আমাদের এই আয়োজন।
এই ইভেন্টে সহায়তা করেন, ফয়সাল,হাবিবু,শুভ,সোহাগ,উমর সহ আরও অনেকে।
