নবাবগঞ্জ যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

326
নবাবগঞ্জ যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়।

এই বর্ধিত সভায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে জনগনের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে পরিচালিত বর্তমান সরকারের উন্নয়ন মুখী কার্যক্রমের প্রচার ও প্রসারে প্রতিটি যুবলীগ কর্মীকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। এসময় সংগঠনকে শক্তিশালী করতে জেলা ও উপজেলার নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধির আহবান জানান তিনি।

নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. নূর আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম বারকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আওয়ামীলীগ নেতা শেখ হান্নান উদ্দিন, দেবাশীষ চন্দ, রাকিব পত্তনদার প্রমুখ।

আপনার মতামত দিন