রাহুল চক্রবর্তী, নিউজ৩৯, শ্রীনগর : ২০১৩-১৪ অর্থবছরে বহিরঙ্গন কর্মসূচীর আওতায় প্রস্তাবিত পদ্মা সেতুর সংযোগ সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিরুপনের জন্য মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর জেলাসমূহের শিবচর, জাজিরা, ভাঙ্গা এবং ফরিদপুর সদর, ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান, লৌহজং এবং শ্রীনগর উপজেলার ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক মানচিত্রায়ন এবং পদ্মা ও মেঘনা নদীর গতিপথ সংক্রান্ত জরিপকাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে খনিজ গ্যাস ও প্রাকৃতিক সম্পদ প্রাপ্তির অনুসন্ধান ও প্রাপ্ত তথ্যের যাচাই-বাছাই। ইতোমধ্যে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের অধীনে শ্রীনগরের লৌহজং তথা পদ্মা তীরবর্তী অঞ্চলে চলছে অনুসন্ধান। একটি জাপানি প্রতিনিধি দল সেখানে ভূতাত্বিক জরিপ ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের কাজ করছে। এছাড়া পদ্মা তীরবর্তী অঞ্চলের বাঘরা, শ্রীনগর, লৌহজং, ভাগ্যকূল ও মাওয়ার বিভিন্ন পয়েণ্টে মাঝে মাঝে পুকুরের মাঝে বা গভীর নলকূপের আশে পাশে বুদ বুদ আকারে পকেট গ্যাস উঠতে দেখা যাচ্ছে; যা একই সাথে জনমনে ভয় ও আশার সঞ্চার করেছে।
আপনার মতামত দিন