দোহারের গাজী রাকায়েতসহ পাঁচ জন নির্মাতা পাচ্ছেন চলচ্চিত্র অনুদান

312

২০১৭-১৮ অর্থ বছরে চলচ্চিত্রের জন্য সরকারি অনুদান ঘোষণা করা হয়েছে।
বুধবার (৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, চলচ্চিত্র বিভাগে ৫ জনকে এবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে। এরমধ্যে ২০১৩ সালের ১৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‌‘মৃত্তিকা মায়া’র পরিচালক গাজী রাকায়েতের নাম রয়েছে। গাজী রাকায়েত পদ্মা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও তার বাড়ী দোহারের শাইন পুকুরে। সারাদেশের ন্যায় দোহারেও তার রয়েছে চারুনীড়ম সংঘ। নিউজ৩৯ এর সম্পাদক তারেক রাজীব, দোহারের চারুনীড়মের সাধারণ সম্পাদক।
অনুদান প্রাপ্তরা হচ্ছেন মানিক মানবিক (আজব ছেলে), আবিদ হোসেন খান (অবলম্বন), গাজী রাকায়েত (গোর), সাইদুল আনাম টুটুল (কালবেলা) ও হাবিবুর রহমানের (অলাতচক্র)।
এরমধ্যে অনুদান হিসেবে প্রামাণ্যচিত্র ‘অবলম্বন’ পাবে ৪০ লাখ আর বাকি ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পাবে ৬০ লাখ টাকা করে।

আপনার মতামত দিন