নবাবগঞ্জ থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

263

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সুজাপুর সাকিনস্থ আসামীর নিজ বাড়ীর পাশ থেকে কাচা রাস্তার উপর হইতে ঐ এলাকার  ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ চুন্নু খান ওরফে কনু (৩৬),এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার সকাল ৯:২০ মিঃ দিকে সুজাপুর গ্রামের তাহার নিজ বাড়ি পাশ থেকে চুন্নু খানকে আটক করা হয়। সে ঐ এলাকার  পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-সুজাপুর,  থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা তার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯.২০ মি: এসআই/ কামরুল হাসান, এএসআই/ মোঃ রবিউল আলম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে তাকে অটক করা হয়। বারুয়াখালী তদন্ত কেন্দ্রের এসআই/ কামরুল হাসান, এএসআই/ মোঃ রবিউল আলম বলেন যে সে অনেক দিন ধরে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করতেছিল আমরা প্রমান সহ তাকে ধরার অপেক্ষায় ছিলাম এবং উক্ত আসামীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ান্ত্রণ আইনের একটি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-০২, তাং-০৯/০৬/১৮  খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)।

আপনার মতামত দিন