নবাবগঞ্জে ৩ বাড়িতে অগি্নকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

165

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাশাপাশি ৩ বাড়িতে আগুন লেগে রান্না ঘরসহ ৫টি ঘর পুড়ে গেছে। আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আগলা ইউনিয়নের কালুহাটি গ্রামে সাইজদ্দিনের বাড়ির ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কালুহাটি গ্রামের সাইজদ্দিনের বাড়ির লোকজনের চিৎকার শুনতে পায় স্থানীয়রা। এসময় এলাকাবাসী সাইজদ্দিনের ঘরে আগুন দেখতে পায়। এরপর আগুন দ্রুত পার্শ্ববর্তী বাড়ির রুহুল আমিন ও জাকির হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ৪ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ৩ পরিবারের রান্না ঘরসহ ৫টি ঘর, নগদ টাকা ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন