ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮০ লিটার চোলাই মদসহ আব্দুল খালেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামের শামীমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় শামীমসহ তিনজন আসামি পালিয়ে যায়।
পুলিশ জানায়, খালেক ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ ও সিংগাইর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান ও নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।