নিউজ৩৯.নেট ♦ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা সহ ৯৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন হচ্ছে আজ সোমবার থেকে। আগামী ১৯ ফেব্রুয়ারি এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আজ থেকে নির্বাচন পরবর্তী দুই দিন পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সেনাবাহিনী অবস্থান করবে বলে ইসি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের আগের দুই দিন এবং নির্বাচনের পরের দুই দিন ও নির্বাচনের দিনসহ মোট ৫ দিন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আজ থেকে সেনাবাহিনীসহ র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ সদস্যদের প্রথম দফার উপজেলাগুলোতে মাঠে নামার কথা রয়েছে। তবে গতকাল রোববার থেকে এসব উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত দিন