নবাবগঞ্জে শীতজনিতরোগে ৩ জনের মৃত্যু

269

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত দুই দিনে শীতজনিত রোগে যোগেশ হালদার (৯৫), ফজর আলী (৮৫) ও হরিদাশী (৯০) নামে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা সবাই উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত রবিবার সকাল ৬টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের যোগেশ হালদার, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায় ফজর আলী ও সোমবার সকাল সাড়ে ৫টায় মারা যায় হরিদাশী নামের একবৃদ্ধা।

অপর দিকে, গত দু’দিনে ধরে হাড় কাপানো শীত পড়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। অব্যাহত শৈত্য প্রবাহ আর অসহনীয় শীতে মানুষের দূর্ভোগ বেড়েছে।

প্রচন্ড শীতে জবুধবু ঢাকার সীমান্তবর্তী নবাবগঞ্জ উপজেলার জনজীবন। তাই শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে গ্রামের খেটে খাওয়া মানুষ। হাসপাতাল গুলোতে দেখা গেছে শীত জনিত রোগ আক্রান্ত রোগীদের ভীড়। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের লাইনে দাড়িয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

সংবাদসূত্র: জাতীয় দৈনিক

আপনার মতামত দিন