নবাবগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা

77
নবাবগঞ্জে শিশুকে পিটিয়ে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তরি বাড়ৈ (৬) নামে এক মেয়ে শিশুকে পিটিয়ে হত্যা করেছে ১২ বছর বয়সি আরেক শিশু আবু সাদ। হত্যাকাণ্ডের পর লাশ গুম করার চেষ্টার অভিযোগে আবু সাদ ও তার মা শিমু বেগমকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে লাশ থানায় আনা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল। তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈ ও বকুল বাড়ৈ দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় দুর্গামন্দিরে স্থাপতি মন্দিরভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু শ্রেণিতে পড়ত। ঘাতক শিশু আবু সাদ একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে মেয়ে নিখোঁজ ছিল। স্থানীয় মসজিদেও নিখোঁজের খবর প্রচার করা হয়। এলাকাবাসী খোঁজ করে বিকাল সাড়ে ৪টার দিকে আবু সাদদের বাড়ির পাশের একটি কলাগাছের ঝোপে মাটিতে পুঁতা অবস্থায় উদ্ধার করা হয়। শিশুর মা-বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা আমাদের মেয়েকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল জানান, শিশুটির লাশের মুখ ও মাথায় জখমের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

অন্য খবর  নবাবগঞ্জে ফেনসিডিলসহ নারী আটক

আপনার মতামত দিন