নবাবগঞ্জে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল

419

বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চাকরী জাতীয় করন করার পরই আন্দোলনে নেমেছে বেসরকারী মাধ্যমিক শিক্ষকরা। তারই ধারাবাহিকতায় চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসাবে সারাদেশে বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের দাবীতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মিছিল করেছে উপজেলা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের নিকট স্বারকলিপি প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা রায়হান উদ্দিন আহম্মেদ, সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল হক সিদ্দিকী, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো: শাহআলম, সহ-সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন পরাগ, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত সাহা, হরেকৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম বিশ্বাস প্রমূখ।

এসময় উপজেলার ৪০টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিকক শিক্ষক এ আন্দোলন অংশগ্রহন করেন এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বুধ ও বৃহস্পতিবার কর্মবিরতী পালন করেন নবাবগঞ্জ উপজেলার শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন