নবাবগঞ্জে রাস্তায় নৌকা ফেলে ডাকাতি

216

ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের নবাবগঞ্জ উপজেলার বেনুখালী চক এলাকায় রাস্তায় নৌকা ফেলে যাত্রীবাহী একটি প্রাইভেটকারে ডাকাতি হয়েছে। ডাকাতরা সূর্যবান বেগম (৬০) নামে এক যাত্রীর কান ছিঁড়ে স্বর্ণালঙ্কার লুট করে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রাইভেটকারের চালক শেখ শামিম জানান, সোমবার রাতে তার বড় ভাই জামিলকে প্রাইভেটকারযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দিয়ে নবাবগঞ্জের মহব্বতপুর গ্রামে ফিরছিলেন। এসময় গাড়িতে পরিবারের শিশু ও মহিলাসহ ৬ সদস্য ছিল। রাত সাড়ে ১১টার দিকে বেনুখালী চকের ব্রিজের ঢালে সড়কে নৌকা ফেলে প্রতিবন্ধক সৃষ্টি করে ৫-৭ জনের এক দল ডাকাত। গাড়ি থামা মাত্র তারা অস্ত্র দিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা সবাইকে যা আছে দিয়ে দিতে বলে। এ সময় বৃদ্ধা সূর্যবান বেগমের কানের স্বর্ণালঙ্কার খুলতে দেরি হওয়ায় ডাকাতরা কান ছিড়ে নিয়ে যায়। আহতকে রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ডাকাতি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে।  

আপনার মতামত দিন