নবাবগঞ্জে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১

249

আসিফ শেখ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা নবাবগঞ্জ উপজেলার বেনুখালী এলাকায় একটি যাত্রীবাহী বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে পুষ্প গমেজ (৪৫) নামে এক মহিলা নিহত হয় এবং বর জেরাল গমেজ ও কনে বাঁধন গমেজ সহ ৪০ জন আহত হন। নিহিত পুষ্প গমেজ ঢাকার কাফরুল এলাকার মৃত বাদশা গমেজের স্ত্রী। আহত বর জেরাল গমেজ  ঢাকার কাফরুল এলাকার মৃত হিউবার্ট গমেজের ছেলে এবং কনে বাধঁন গমেজ ঢাকার দোহার উপজেলার ইক্রাশী গ্রামের বাদল গমেজের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে জানায়, ১১ ফেব্রুয়ারী সোমবার ঢাকা কাফরুল এলাকা বরের বাড়ি থেকে বর ও কনে সহ ৫০জন যাত্রী নিয়ে কনের বাড়ি দোহার উপজেলার ইক্রাশী গ্রামে আসার পথে বিকাল ৪টায় বান্দুরার দ্রুত পরিবহনের একটি বাস চালক নিয়ন্ত্রণ হারালে নবাবগঞ্জ উপজেলার বেনুখালী এলাকায় বাসটি খাদে পড়ে যায়। এতে বর ও কনে সহ ৪০জন আহত হয়। বাসটি গাদে পড়ার সাথে সাথে স্থাণীয়রা আহত যাত্রীদের বাস থেকে বেড় করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক পুষ্প গমেজকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুসফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্য খবর  দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলাঃ ছাত্রলীগের প্রতিবাদ

আপনার মতামত দিন