নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

315

নবাবগঞ্জ উপজেলায় আরিফ হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র গত ১৭ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সে গালিমপুর জামিয়া মদীনাতুল উলুম মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ছাত্র। আরিফ উপজেলার বক্ধসঢ়;সনগর ইউনিয়নের চক বক্ধসঢ়;সনগর জামে মসজিদের ঈমাম কারী আব্দুল হাইয়ের ছেলে। কারী আব্দুল হাই জানান, ১৭ নভেম্বর সকালে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। তার সাথে করো বিরোধ ছিল না। আত্মীয়-স্বজন, পরিচিতদের বাড়িতে খোঁজ করা হয়েছে। পরে গত ২৮ নভেম্বর রাতে নবাবগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, নিখোঁজ ছাত্রের খোঁজে আশপাশের থানা গুলোতে বার্তা পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন