নবাবগঞ্জে মসজিদ ভবন নির্মাণে মান্নান-নিলুফার ফাউন্ডেশন

47

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া বায়তুল তাকওয়া জামে মসজিদের ভবন নির্মাণ কাজের জন্য মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদাণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান মসজিদ কমিটির কাছে এ নগদ অর্থ হস্তান্তর করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মো. শাহীন, মসজিদ কমিটির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. সাঈদ, এডভোকেট সুলতান, বিএনপি নেতা মো. সালাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত দিন