নবাবগঞ্জে ভূমিবল সমাজ পার্টির কমিটি গঠণ

271

“জাত-পাত নিপাত যাক, মানবতা মুক্তি পাক” এই স্লোগান ধারণ করে দলিত, আদিবাসী, বঞ্চিত, পশ্চাদপদ জনগোষ্ঠীদের নিয়ে পরিচালিত রাজনৈতিক সংগঠন ভূমিবল সমাজ পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠণ করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি গঠণ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী রুহিদাস হালদারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সূধীর চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক পন্ডিত বলরাম কির্তনীয়া, ননী গোপাল পাল প্রমূখ। নগেন চন্দ্র বিশ্বাসকে সভাপতি ও রাধেশ্যাম বাড়ৈকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি এবং বাবু দুধেশ্বরকে সভাপতি ও রঞ্জিত সরকারকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা কমিটি গঠণ করা হয়।

আপনার মতামত দিন