নবাবগঞ্জে রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার যুবসমাজকে মাদক সচেতনতায় যন্ত্রাইল মধ্যপাড়া গ্রামের যুবসমাজ এ টুর্নামেন্ট আয়োজন করে। গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে যন্ত্রাইল মধ্যপাড়া গ্রামের একটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় উজ্জ্বল দল ৩০-২০ পয়েন্টে মনির দলকে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উদ্বোধন করেন শরীফ মো. নুরুল ইসলাম রবিন।
আপনার মতামত দিন