নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদের জন্মজয়ন্তি পালিত

521

 

মহাকবি কায়কোবাদের ১৬০তম জন্ম জয়ন্তি উপলক্ষে তার নিজ গ্রাম ঢাকার নবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কবির জন্মস্থান উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামের মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। কায়কোবাদ সাহিত্য সংঘ এর আয়োজন করেন। সংগঠনের সহ-সভাপতি কবি গোলাম আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন- কবি ও সাংবাদিক সাযযাদ কাদির। এ সময় তিনি বলেন, মুসলিম জাগরণের মাহকাব্যের মহাকবি কায়কোবাদের মতো অনেক খ্যাতিমান কবি, সাহিত্যিক কালের বিবর্তনে হারিয়ে গেছে। দেশের বিভিন্নস্থানে ঐ সব খ্যাতিমান কবিদের স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। তাদের স্বজনদের মাধ্যমে হারিয়ে যাওয়া ঐ সব কবিদের স্মৃতি পুনরোজ্জিবিত করাই আমাদের প্রয়াস। এসময় তিনি কবির বাড়ির পার্শ্ববর্তী মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মহাকবি কায়কোবাদের নামে নামকরণের দাবি জানান।

এসময় আরও বক্তব্য রাখেন কবি হাসনাইন সাজ্জাদী, কবি সাঈদ আহমদ আনীস, কবি রাসেদ রানা, কবি রেহানা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কায়কোবাদ সাহিত্য সংঘের সাবেক সভাপতি কবি আব্দুল মুহিত মৃধা দুলু, সাধারণ সম্পাদক  জুয়েল মাহমুদ, চলচ্চিত্র অভিনেতা ও কবি জামিলুর রহমান শাখা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধন্য চন্দ্র রাজবংশী, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি এসএম মুক্তারুজ্জামান মিল্টন, মো. হাসেমুজ্জামান, মো. রাসেল, মো. সালাহউদ্দিন প্রমুখ।

অন্য খবর  নবাবগঞ্জে ঝড়ে লন্ডভন্ড শতাধিক গ্রাম;ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিছিন্ন

 

 

আপনার মতামত দিন