নবাবগঞ্জে বিভিন্ন দাবীতে নবাবগঞ্জ উন্নয়ন সংস্থার মানববন্ধন

150

ঢাকার নবাবগঞ্জ-দোহার সড়কের মরিচা ও তুলশিখালী সেতু টোলমুক্ত সহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছেন নবাবগঞ্জ উন্নয়ন সংস্থা নামে একটি অরাজনৈতিক সংগঠন। সোমবার বেলা ১২টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।

মরিচা ও তুলশিখালী  সেতু টোলমুক্ত সহ মানববন্ধনে নবাবগঞ্জে গ্যাস চাই, সন্ত্রাস মুক্ত নবাবগঞ্জ চাই, নবাবগঞ্জকে মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত দেখতে চাই, ইছামতি নদীর বর্জ্যমুক্ত ও দখলমুক্ত চাই, পরিচ্ছন্ন ও ফুটপাত দখলমুক্ত এবং নিরাপদ সড়কের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, সংগঠনের সভাপতি শেখ তোফায়েল আহমেদ , মহানগর শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক বাবুল লাল মন্ডল, শ্রমিক নেতা- অবিনাশ সরকার, বাবুল মোল্লা, মো. শাহজাহান, আব্দুস সাত্তার সিকদার, সোয়েব আহমেদ প্রমূখ।

আপনার মতামত দিন